বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
মনের আলিঙ্গনে আজ করেছে বায়না।


বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
নিশ্চুপ নগরীতে আজ দেখেছি আয়না।


বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
সমস্ত কবিতার ভিড়ে আজ তোমারই ছলনা।


বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
তবুও স্বপ্নে তুমায় দেখে যায় নিরবের আয়না।


বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
আজ দেখা যাচ্ছে তোমার চোখে অশ্রুর বায়না।


বহুদিন হয়ে গেল তাকে দেখি না -
সময়ের স্রোতে সবই হারিয়ে গেছে
রেখে যাওয়া সকল বেদনা।


আজ থেকে বহুদিন হলো তাকে দেখি না -
মনে হয় কেউ হারিয়ে গেছে -


জীবনের কিছু অতীত নিয়ে


তাই থাকে আর দেখিনা।