একদিন চলে গেল বুঝবে সে কোন দিন!
কতো শতো পড়ে আছে দিন,
তার অপেক্ষা করে কি লাভ সেদিন!  
যদি সে যেতে চাই চলে যাবে
তাকে বাধা দিয়ে কি ফেরানু যাবে?
আর কতো দিন এভাবে অপেক্ষা,
একদিন হয়তো সে বুঝবে!
দু,চোখের কোণে, নয়নের অশ্রুতে
বেজাবে দু,চোখ""আর কতো দিন
মনে করবে হয়তো একদিন সে বুঝবে।
কতো কবি বসে আছে গ্রাম গন্জে,
কেউ মূল্য করে না আমাদের মনের
বেথা গুলোকে ""
হয়তো একদিন না বলে থমকে যাবে
মনের হৃদপিন্ড""
তবুও যদি মনে করে একদিন হয়তো
সে বুঝবে!  
তাহলে এভাবেই মানুষের  মন রয়ে যাবে
যুগ যুগান্তে!
পাল্ঠাবে না কাহারো মন ""
শুধু থেকেই যাবে মানুষর  ভুবন।