খুব দুরে তাহার বাড়ী
       চোখ সরানো যায় না,


ভালোবাসি বলি তবুও সে
     কাছে এসে ধরা দেয় না।


একজনকে ভালোবাসি নামটি
     তার স্বপ্ন পাখি,


চোখ মেলে যখন দেখি
      সে স্বপ্ন পাখিটি ও আবার
করছে হাতছানি!  


আচ্ছা পাখি তুমি কি জোছনার
আলোকবাতি,
      নাকি অজানা শহরের বাউন্ডুলী?


যদি একবার বলতে আমায়,
আমিও সাজের সময় হতাম মায়াবিনী ।


জানি আমি ভালোবাসতে নেই মানা,
          তবে আর কি করা যাকে ভালোবাসি
তার সাথে কি কোন দিন হবে
       আমার স্বপ্ন শহরে আবার হঠাৎ দেখা!  


যাই হোক যাকে ভালোবাসি  
   সে তুমি ছাড়া  অন্য কেউ নহে,


সে শুধু আমারি, আর যে হবে
          অদেখার অদৃশ্য  স্বপ্নপরি।


এইজন্যই আমি,
       শুধু একজনকেই ভালোবাসি
সে আমার অদৃশ্য স্বপ্নপরি ।