একটা শহর চাই _
যে শহরে রাত চারটা পর্যন্ত সজাগ থাকতে পারি,
এমন একটা শহর চাই ।
জীবনের ঘটে যাওয়া অসংখ্য স্মৃতি
যা মধ্যরাতে নিবিড় হয়ে এলোমেলো করে দেয় ,
এমন একটা শহর চাই ।
শেষ রাতের প্রহরে আযানের ধ্বনি হবে
যা শুনে শুনে দুই নয়নে তাকিয়ে থাকবো ,
থাকবে তখন চোখের কোণে জল !
এমন একটা শহর চাই ।
চোখের কোণে সকাল হবে,  
সূর্য দিবে আলো
কত মানুষ চোখ মেলে দেখে সকাল
আর কত মানুষের হয় অন্ধকার ।
আমি ও যে এমন একটা শহর চাই ,
চিৎকার করে বলে দিতে চাই
অভিমানেরা  আজ বড় অসহায় ।