যত দূরে তুমি রয়েছো
চোখ দিয়ে তোমায় ততদূর দেখেছি ।


আমার দৃষ্টিতে রয়েছে চুম্বকের আকর্ষণ
তবুও অন্যকে ভালোবেসে যাই সদা সর্বক্ষণ ।


তোমার ছবি নয়নে ভাসে
আমি মুগ্ধ হয়ে অজানার দেশে যাই বহুদূরে ।


চাঁদের দেশে যখন তুমি থাকো
আমি পাখি হয়ে উড়ে বেড়াই তোমার চারপাশে ।


কি অপরূপ তোমার মুখখানি
আমার চোখ দু'টি অপলক নয়নে তাকায়ে থাকে তোমায় পানে।


রুপে ছিল  তোমার কঠিন জাদু
কষ্টকে নিয়ে কেড়ে দিয়েছো প্রশান্তি।


যেখানে আছো সেখানেই থেকো
তোমার অন্ধকারে আমি এসে প্রদীপ জালবো ।