বিদাতার করুনা--


আমি জন্ম নিয়েছিলাম        কোন   এক   অসহায়    পরিবারে!


কিন্তু হয়নি কখনও এই
বিদাতার কাছে করুনা।


আজ আমি তোমার  প্রেরনায়  অনেক এগিয়ে,


কিন্তু তবুও যেন স্বপ্নটা
হয়না এই সুখের বাধনে।


কার কাছে যাবো!
কার কাছে ছাইবো!


যদি বিদাতা কর্মে নামটি আমার লেখে দিতো  
তাহলে আমিই হতাম
এই রাজ্যের সাম্রাজ্য।


আজ আমার হৃদয় শূন্য
হয়ে পড়ে আছে,


তবুও কোন এক স্বপ্ন
অতিথে করেছিল হামাগুরি
আর সে স্বপ্ন ভেংগে
  যেন সে-এক হয়েছে বাস্তব মুখুরি।


তবুও যদি করতো আমায় এই বিদাতা
করুনা?


তবেই মানুষ হতাম,আর ভাবিতাম
যতোই থাকো দুরে
স্বপ্নে  ঠিকেই আসিবো এই বিদাতার
করুনাই কোন এক প্রেম নিবেদন নিয়ে।