এই শোন কাল নাকি কবিতার মিলন মেলা,
এই শোন চল যাই সবাই মিলে কবিতার বাসায়,


এই তোর নাকি যাওয়ার ইচ্ছে নেই,
এই কবিতার জন্য একটি ছড়া লিখেছি, শুনবি?


এই মিলনে এই ভালোবাসায়
যদি তোর মনে আনন্দ দেখি!


তবে আমরা সার্থক, তোর আনন্দে।
তোর জন্য কোন কাব্য নয়,
তোর জন্য কোন উপন্যাস নয়,
একটি ফুলের মালা গেঁথে রাখব,
যদি তুই আমায় সেদিন বলিস তুমি কি আজও আমায় ভালোবাসো?


আচ্ছা চল সবাই মিলে যাই!
কবিতার বাসায়।


এই রাজপুত তুই না কবিতা কে ভালোবাসি স?
তাহলে তোর কি যাওয়া এখানে ঠিক হবে?


কবিতা যদি রাগ হয় তোর প্রতি!
কারণ এখানে তার মা-বাবার পছন্দের সেই ছেলেটি থাকবে ।


শোন ভালোবাসি বলে ভালোবাসা কেড়ে নেব তা আমি নই,
আমি শুধু যাব যার জন্য এত কিছু তাকে একটু দেখতে।


শোন কবিতা আমায় একটু হলেও ভালোবাসে,
না হলে সে কি আমায় ফোনে কখনো বলতো তোমার কবিতার লাইন গুলো এখনো আমায় অশ্রু ঝরায়।


আমি তো কবিতার মিলন মেলার পরেই চলে যাব!
কোথায় যাবো তাও তোরা জানিস না ,


রঙের এই ধরণী, অতীতের ওই কান্না ঝরা স্মৃতি
আর কখনো পিছু করবে না,


যেখানে যাব সেখানে থাকবে শুধু অদৃশ্য মায়া!
যা রাতে আমি স্বপ্ন দেখতাম।


আচ্ছা শোন তরাই যা কবিতার মিলন মেলায়
কবিতাকে বলিস রাজপুত আসেনি,


সে এমন জায়গায় যাবে যেখানে কোন পৃথিবী
তাকে আটকানো র ক্ষমতা নেই।


শেষে একটি কথা বলে গেছে বলবি!
অপ্রয়োজনে প্রিয়জন আত্মার সাথে সমৃদ্ধি যারা করেছে,  তারাই পৃথিবীতে অবহেলার কারণ হয়েছে।