ভুল হলে ক্ষমা করে দিও প্রিয়
না হয় একবার হলে আমার সত্যটা জেনে যেও?
সত্যি তুমি খুব আমায় ভালবাসছিলে
সবকিছু জেনেও আমাকে ।
নিজের থেকে বেশি আগলে রেখেছিলে
সত্যি তুমি খুব আমায় ভালবাসছিলে।
কত পথ কত সীমান্ত কত বহুদূর গিয়েছি তোমায় নিয়ে ,
একবার ও জানার চেষ্টা করো'নি কোথায় যাচ্ছি তোমায় নিয়ে !
কত চিঠি ডাকযোগে তোমায় পাঠিয়েছি
কত যন্ত্রনা নিয়ে কত কান্না নিয়ে
পত্র লিখেছিলাম তোমার জন্যে
তবুও তুমি বেদনা হয়ে সকল চিঠির উত্তর দিয়েছো
সত্যি তুমি খুব আমায় ভালবাসছিলে ।
কত নির্ঘুম রাত কাটিয়েছি
আর তুমি আমার জন্যে কত অশ্রু ঝরিয়ে
বুক ভাসিয়েছো কত রাত আমার জন্যে !
শুধু আমি'ই জানি ।
আমি প্রতিটা রাতে বেদনাকে সুখ মনে করি
প্রতিটা ঘণ্টাকে আমি মিনিট মনে করি
আর তুমি মোবাইল ফোনে বলতে ভালোবাসায় কেন এত যন্ত্রণা !
আমি তখন হেসে হেসে বলতাম
সত্যিকারের ভালোবাসায় কিছু সুখ কিছু কষ্ট
আবেগী এই মনে থাকবেই ।
কারণ এটা ভাগ্যের খেলা
কারো চোখে জল ঝরবে'ই ,
না হয় কারো ভুলে কারো স্মৃতি হবে
এই নিয়েই জীবন এই নিয়েই মরণ ।
কারো ভালোবাসা , কারো ব্যর্থ প্রেম ,
কারো আবার সংশয় ,
এই নিয়ে কারো ভুল, না হয় সত্যের মূল !
চিরন্তন হয়ে রাখা আছে মনের ওই মাধুরীতে
সত্যি তুমি খুব আমায় ভালবাসছিলে ।
অবশেষে নিয়তি আমায় দূরে ঠেলে দিল
  তুমিও সুখের সন্ধানে সুখের দেশে
কাকে যেন নতুন করে খুঁজে নিয়েছো ,
তাই নিয়তিকে বলছি ,
ভুল হলে ক্ষমা করে দিও !
তোমায় আমি রং তুলি দিয়ে নতুন করে আবার
আঁকবো ।