কোন একদিন কল্পনায় আমি অদৃশ্য ভুবনে
আবার কোন দিন চলে যায় মায়ার ভূবনে,


স্বপ্ন গুলো আমার যেমনই হোক
প্রকৃতি ছাড়া কিছুই বুঝে না!  


আমিও বারবার অপুষ্ট হয়ে ভেবে দেখি
এ পৃথিবীটা সত্যিই জাতি ছাড়া খুবই অসহায়।


রঙিন এই পৃথিবী, আমার সোনার বাংলা
কোনদিন হয় মেঘলা আবার কোনদিন হয়
রৌদ্রে বরপুর তবুও দিন শেষে হয় দুপুর।


আর এদিকে আমার স্বপ্ন পাখিটাও
হয়েছে খুব রাগি,
একটু ছুঁতে গেলেই বিষণ ভাবে তাকিঁয়ে
তাকে আমার দুটি নয়নে!


এভাবেই প্রকৃতি আর ভালোবাসা গুলো
বেচে আছে কিছু ত্যাগিদের জন্য,


যদিও বা আমরা ছুঁয়ে দেখি বারবার
তাদের জীবনের প্রতিটা অংগ গুলো


আর ভালোবাসা গুলো জমা করে অতিথে ফেলি রাখি এবং  স্বপ্ন গুলো বির্বণ করি
তুমি আসবে বলে যেদিন, সে আশাতেই বসে
আছি একটু তুমায় ছুঁবো বলে।