নীরবতা তুমি আমায় আঘাত করে
ক্ষণে ক্ষণে তুমি আমার অস্তিত্ব কে হারিয়ে দিলে


তোমাকে পাবার আশায় বহু কাল ভালোবেসে
                                     এসেছি


আর তুমি মুহূর্তে বদলে গেলে
বুঝিয়ে দিলে শূন্যতা কাকে বলে


মন শুধু বদলে যায় আকাশ পানে
ওই দুই চোখ আজ শুধু তোমার কথায় বলে


কি অপূর্ব তোমার মায়া
কি অদৃশ্য তোমার ছোঁয়া
বারবার রং বদলায় লাল কিংবা নীল


অথচ আমার কাছে তুমি তুমি'ই ছিলে


তবুও তোমার সন্ধানে আঘাত কে নরম ভেবে আজও আমি তোমায় খুঁজে ফিরি ওই নীলা ভূমিতে


  আমার নীরবতার সকল আবেশ তোমায় দিলাম
তুমি অপেক্ষা হয়ে কাছে এসো ঢেড় বেশি হয়ে ।