দেখা হবে একদিন এই চেনা শহরে,
অপেক্ষা হয়ে থেকো অপেক্ষা হয়ে ,


এই দু'চোখে একদিন দেখে ছিলে মোরে ,
কবে কোথায় হারালে
দেখা হবে আবার কবে বলে তো যাও নি ?
কবে দেখা হবে এই চেনা শহরে ।


আবার দেখা হোক তবু
বুকে জমা আঁধারের আলোয়
তোমার ওই হরিণের মত চোখ গুলো
বারবার মনে পড়ে কবে দেখা হবে !


কোথায় যাবে মানুষ ফেলে
দেখা হবে কবে ,
যেখানে দেখা হয়েছিল শত অপেক্ষা করে ।


মানুষ জানে দুঃখ পেলে হারায় মন
দেখা হবে নিশ্চয়ই,
যেখানে হয়েছিলো দেখা এই চোখে চোখ রেখে।