এই ছেলে তুমাকেই বলছি?
আরে ভাই কি হবে এই
চলনার পৃথিবীতে?


আজ তুমার সব আছে,
দেখবে   তোমার  আশেপাশে
সবাই  আছে  ...


যখন তুমি সব হারাবে
তখন তুমি  দেখবে
তোমার  সাথের ছেলেটাও
তুমাকে দুরে টেলে দিবে।


কেউ কাছেও আসবে না?
থাকিয়েও দেখবে না ।


কি নিষ্ঠুর পৃথিবী ---
কি নিষ্ঠুর  মানুষ  টাকা ছারা
কিছুই বুঝে না ।


তাই সার্থের প্রয়োজনে
সবাই  সবাইকে মনে রাখে।


কি অদ্ভুত  দুনিয়া  
কি সার্থের  বেধনা,
আজ এই বুঝি তোমার  
যাবার শেষ  বেলা?


যেতেই  তো হবে সব ছেড়ে
তাহলে  কেন মানুষকে দিবো
প্রতিশ্রুতি?


এটাই  কি  ভাগ্য ------


নাকি বিদাতার কর্ম
নাকি এটাই তোমার ধর্ম।


আরে ভাই  দুনিয়াটা বড়ই অদ্ভুত!
টাকা আছে  বন্ধু  আছে -
টাকা নেই তুমার কেউই নেই।


সবাই সার্থের জন্য  সবাইকে
ব্যবহার করে?


এটাই অদ্ভুত  দুনিয়ার নিয়ম।



কবিতাটা খুব  কষ্ট পেয়ে লিখছি''''
জানি  আমাকেও বাচতে হবে
বেচে  যখন  আছি  সব শয়েই
মেনে নিতে  হবে  এটাই নিয়তি।