মৃত্যু, শব্দটি'ই যেন এক ভয়
যা কারো মনে নেই সংশয়।
মৃত্যু,আচমকা এক শব্দের নাম
কত মানুষ মৃত্যু শুনে হইয়াছে অজ্ঞান।
ভীষণ ভয় লাগে মৃত্যু হবে কখন
মৃত্যুর জন্যে লাগেনা কোন সময়ের প্রয়োজন।
ইচ্ছের দুনিয়াতে কত না রং তামাশা হচ্ছে
কেউ কি মৃত্যুকে নিয়ে কখনো ভেবেছে ?
আমি ভেবেছি, কি ভয়ানক এক শব্দের নাম
নিঃশ্বাসটা বন্ধ হলেই পুরো জগত অন্ধ ।
কত ডিগ্রী কত পিএইচডি করে এসেও
কবিতায় মৃত্যুকে নিয়ে দু,টি লাইন লেখা অসম্ভব
কবি রবীন্দ্রনাথ,নজরুল কোন ডিগ্রী ছাড়াই
মৃত্যুকে নিয়ে কত শত গল্প লিখে গেছেন এই পৃথিবীতে ।
তবুও আমরা মৃত্যুকে করিনা ভয়
তবুও করিনা মনে সংশয় ।
সজাগ হোক সবাই, করুক মৃত্যুকে ভয়
প্রতিটি নিঃশ্বাসে চলো মৃত্যুকে করি মনে সংশয় ।