আমি স্বপ্ন হতে চাই, কাউকে ভালোবাসা নয়,
শুধু একজনকে ভালবাসতে চাই ।
আমি কবি হতে চাই, কিন্তু আমি কবি নই,
আমি মানুষ মানুষের মাঝেই বাঁচতে চাই ।
আমি স্বপ্ন হতে চাই, কারো মনের স্বপ্ন হব,
এমন মানুষ হয়ে থাকতে চাই,
আমি মানুষ হতে চাই ।
আমি বাঁচতে চাই, ভালোবাসা নয়,
কারো ভালোবাসা হয়ে বাঁচতে চাই।
আমি স্বপ্ন হতে চাই।
একটি কবিতার লাইনের শব্দ হতে চাই,
আমি পাখি হয়ে উড়তে চাই ,
পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই।
আমি এলোমেলো বৃষ্টি হতে চাই,
নীরব অন্ধকারে জোছনার আলো হতে চাই,
আমি স্বপ্ন হতে চাই।
অনুভূতি হয়ে হৃদয় দিয়ে
কাউকে ভালোবাসতে চাই ।
আমি একটি রাতের আলো হতে চাই,
আমার কবিতাগুলো অন্ধকারে যেন কষ্ট না পায় ,
আমি মানুষ হয়ে বাঁচতে চাই।
আমি আবেগ নই, আমি কারো বিবেক হতে চাই।
নির্জন কোলাহলে কারো সাথে কথোপকথন করতে চাই ।
এই যে আমি স্বপ্ন দেখি!
কত কলমের ছন্দ হয়েছি,
মেঘের সাথে বন্ধু হয়েছি,
রাত বারোটার পর ল্যাম্পপোস্টের নিচে বসে যার কথা নীরবে কল্পনা করি জল্পনা করি,
আসলে সেই স্বপ্নের মানুষটি'ই যানে না, থাকে কতটুকু গোপনে ভালোবাসি।
নীরবে গোপনে অভিমানে,
একটি গোলাপ নিয়ে তার সামনে যেতে চাই,
বলতে চাই আজও তোমায় ভালোবাসি,
আমি যে তোমার স্বপ্ন হতে চাই।