অনেক দিন ধরে মন ভালো না কেন জানি,
তাই তোমায় একটি বার দেখেছি।

সেই কবেই তুমি গিয়েছিলে,
আর আসোনি!


আসবেই বা আর কেন!  
আমার কাছে ছিলনা তখন দেবার মতো রোপি!


তুমি কোথায় গিয়েছো?
কোনদিন জানতে চেষ্টা করেনি!  


শুধু এইটুকুই  জানি
আমাকে ছেড়েও তুমি খুব ভালো থাকবে।  


থাকবে'ই না আর কেন!
তোমার তো সেখানে এখন প্রচুর রোপি
তাই সুখ বিলাসিতায় মেতে আছো।


আসলে কি জানো
তুমি আমাকে যেমনই ভাবো
আমি তেমনই,


আমি মনে করি
অল্প সুখেই আমি সুখী,
আর তুমি অধিক সুখেও দুঃখী।


সত্যি বলতে তুমি হারিয়ে গেলেও
তোমায় হৃদয়ে দেখি আর সেখানেই ঘর বাধি।


   আচ্ছা তুমি কি আমায় দেখেছো কোথাও?
আমি তো তোমায় দেখেছি
যেমন ধরো জোছনা রাতে, ভোর সকালে,  সন্ধ্যাবেলায়।  


কতকাল হলো তুমি দূর দেশে,
কত জনম গেল তুমি আমায় ভুলে !


বকুল ফুল,বন ফুল প্রতিদিন তোমার বারান্দায়
দিয়ে আসতাম,
আর তুমি বলতে এতো ফুল!
আমি একটি কথায় বলতাম
তুমি আছো বলেই কবিতা,
তুমি আছো বলেই আমার নতুন অধ্যায় ।


মন খারাপে নয়, তোমায় দেখেছি বলেই
নতুন পৃষ্ঠা !  
গভীর রাত হলেও তোমার ছবির আনাগোনা
শুধু তুমি জানো না,


তুমি কাছে নেই জেনেও মনে করি বারেবার,
তুমি ছিলে পাশে আগে আমার শতবার।


তোমায় দেখেছি কতবার শতবার,
পরকালে যেন আবার দেখা হয়
তোমার আর আমার।


   কবিতাটি আমি নিজেই আবৃত্তি করেছি
   আবৃত্তি তেমন পারি না তবুও চেষ্টা করে যাচ্ছি।
   আবৃত্তির ভিডিও নিচে দেওয়া আছে।