প্রেমের গল্প তুমি নও তুমি হলে ক্ষণিকের কিছু উদ্দেশ্য!


মানুষের জীবনে হিম্মত
থাকা কারনেও
সে যদি কোন এক ব‍্যাক্তিকে
ভালোবাসতে পারে তাহলে আমি কেন পারবো না ।


গোলাপ যদি   ভালোবাসার
মাধ্যম  হতে পারে !


তাহলে তুমি কেন জয়
পারবে না সুন্দর একটা
স্বপ্ন দেখতে ।


জয় অতিথ স্বপ্ন ভেবে
কি লাভ বলো ?


তুমি যদি হেলেই পড়ো
তাহলে তুমার মা-বাবাকে  কে দেখবে  বলো ।


তুমি কোন কাজে পরাজিত নও আমি জানি !


তুমিই পারবে এই স্বপ্ন
এই ভালোবাসা সব জয় করতে ।

জয় আহমেদ তুমাকে
একটি কথাই বলতে চাই
জেরিনের হৃদয়ে মহানায়ক হয়ে বেঁচে থাকো , কিন্তু খলনায়ক
হয়ে নয় ।  


জয় বাস্তব জীবনে বেঁচে
থাকা কি যে কষ্ট
তা সময় চলে গেলে বুঝবে!


সুখ স্মৃতি স্বপ্ন দেখতে
সময় লাগে না ?


কিছু অনূভুতি আর কিছু
ইচ্ছে থাকলেই সবেই
সম্ভব ।


তাই মনকে আগে ঠিক করো নিজেকে বদলাতে
চেষ্টা করো ।