জানি অনেক ভালো আছো
তাই আর তুমায় দেখি না,
যেখানেই থাকো প্রিয় ভালো থেকো!
না হয় চিঠি দিও


অনেক আগেই দেখা হয়েছিলো
কিন্তু সেদিন তুমি না বলেই
একটু দেখেই চলে গিয়েছিলে
তবুও কিছু বলি নাই
যেখানেই থাকো প্রিয় ভালো থেকো!
যদি মনে পড়ে আমার কথা,
  চিঠি দিও।


একদিন জানালার পাশে তুমি বসে আছো
সেদিন জানো?
আমি তোমার দিকে ডাগর চোখে তাকিয়ে ছিলাম,
সেই জায়গায়
বসে না হয় চিঠি লিখো।


তোমার কথাগুলো অষ্টপ্রহর
এখনো বাজে মনের কানে
পত্র দিও।


পত্রে লিখে দিও তোমার স্মৃতিগুলো এখনো উস্কানি
দেয় প্রেমের বানে
পত্র দিও,
পত্র দিও।


জীবনে যাই আছে তোমাকে নিয়ে দেখেছিলাম স্বপ্ন,
তুমায় তাতে কি!
তুমি তো ভালোই আছো
আমার কোন আপত্তি নেই।


আমি তো ভুল করে ভালোবেসেছি
না বুঝে নষ্ট হয়েছি
গোলাপ ফুলের পরাগ মেখে
কতো নির্জনতা তোমায় কতো রাত খুন করেছি!
  কি আসে যায়?


এ জীবনে না হয় তোমায় নাই পেলাম
পর জীবনে না হয় দেখা দিও
না হয় পত্র দিও,
পত্র দিও।


জানি অনেক দূরেই আছো
এটাও জানি অনেক ভালোই আছো
এক জীবনের দুঃখটা কতটুকু দিবে
এটা আমার আগেই জানা ছিল!  


তবুও বলি কোথায় আছো প্রিয়
যেখানেই থাকো পত্র দিও,
পত্র দিও।