কিছু সুরের আলোরনে
আজ বিষশ্ন  সব,
তবুও যেন স্বপ্নটা আজ
করছে শুধু অভিনয়।
তুমি করছে শুধু আমায় অবহেলা,  দাও নি কখনও
প্রেমের একবিন্দু বেলা।
আজ খুব অন্ধকার
নেই কোন আলো, স্বপ্নের
সেই দিন গুলো রয়েছে কি
কখনও সাজানু?
সবই তো হয়েছে অতিথ,
সেই হারানু দিন!
করেছিলে খুব অবহেলা
তাই কিছু না ভেবে দিন
কাঠাই  কোন এক স্মৃতির
ভেবে কল্পনা।
তুমি আসবে না কখনও জানি,?  ফিরবে না কখনও
তোমার এই মন, তবুও
আশার প্রদিপ জালিয়ে
রাখি  সকাল সন্ধা বেলা!
  আজ তুমি করেছো
আমায় অবহেলা, কাল
তো হতে পারে তোমার
যাবার শেষ বেলা?
তবুও আমি করি আজ
ও তোমার অপেক্ষা।