কতো ফাল্গুন এসে আর যাবে
আমরা ঠিকই চলে গেলে আর
আসবো না ।


যখনই দেখি দু,নয়নে তোমায়
খুব তো ভালোই থাকো!


তাহলে আমি কেন পারিনা?
তোমার মতো খুব ভালো থাকতে।


হে ফাল্গুন তুমি আমাকে বলো,
কি দোষ আমার ভালোবেসে
তোমাকে।


খুব তো ভালোই আছো!


আচ্ছা একটি গোলাপ  নিয়ে
পাশে আসবো,
একটু ভালো আমায় দিও!


তুমি তো খুব ভালোই আছো,
খুব ভালোই আছো।