মুখের হাসিটি বড় ভালোবাসি


জানি তুমি অনেক বড় মনের মানুষ,


এটাও জানি যে  তুমার মুখের হাসিটা
অনেক মানুষের  মন ছুঁয়েছে!  


ভাই আমার খুব বিষাদ মনের মানুষ,
তুমার হাসিটা যেন এক স্বপ্নের পৃথিবী!


যেখানে লুকিয়ে আছে হাজারো মরুভূমি ।


তুমার মনে যেমন মানুষের ভালোবাসা,
তেমনি রাজনৈতিতেও তুমি রয়েছো
বিশাল সীমারেখা  "


সত্যি কি জানো ভাই কেউ বুঝে না কারো
ব্যথা ,,


এ শহরে শুধু রয়েছে কাকে মেরে কে হবে
বড় বাপের বেটা,  


রুম ন ভাই তুমি,   চিন্তা করো না !  
তুমার মনের আকুলতা প্রকাশ পাবে একদিন
যেদিন  তুমার সঠিক রাজনীতি
ছিনবে বড় বড় লিডাররা !


সেদিন হবে তুমার স্বপ্নের নীরবতা।


আমি চাই এই হাসি টুকু বেচে থাকুক
অট্টালিকা হয়ে,
বয়ে যাক মানুষের হৃদয়ে স্পন্দনে!  


তুমি বীর সাহসী একটি পুরুষ
রাজ পথ কাঁপানো জাগ্রত  নেতা তুমি


তোমাকে নিয়ে লেখার ভাষা নেই
শুধু বলতে চাই মুখের হাসিটি বড় ভালোবাসি,


বেচে থাকুক তুমার হাসিটি
দিন বদলের খেলায় ঘুরে যাবে
অতিথে র কর্ম লিপি...।