কত,যে স্বপ্ন তোমার আঁখি
মেলে!  
কত,যে আশা তোমার
পারাবারে।


নীল পরী-,কোথায় অচেনা
হয়ে বারবার আসো আমার স্বপ্ন বাগানে!


কি, তোমার রুপ
কি, তোমার চোখ
এক বার না, দেখলে যে
হই  এই আকাশের নির্বোধ।


নীল পরী, যদি ও -বা তুমি
অদৃশ্য  হয়ে থাকো আমার
স্বপ্নপুরে!


একবার দেখে, যেও
তোমার অদৃশ্যের ফুল
বাগানে কিভাবে স্বপ্ন আঁখি
না,রঙের ছায়া মেলে।


নীল পরী,  এখন ও ইচ্ছে
হয় তোমায় আঙিনায়
স্বপ্ন বুনি!


নীল পরী, এখন ও মনে হয় তোমার সেই হারানো
ক্ষনিকের দিন গুলি।


হাজার -টা  স্বপ্ন এসে যখন করতো আমায় তারা ;
আমি তোমার ছায়া তলেই লোকাতাম যেন,
  স্বপ্ন গুলো আনমনা হয়ে করে এই নিরবতা।


ক্ষনিকের দু:খ,টা যখন
বুঝলে না!
তখন মনে হয় প্রেম বাগানে আর ফুটবে না -
আমার সেই পরীর হাসিটা।