আকাশচুম্বী অলস হব ,
ঝাপসা আলোয় নীরব চোখে গোপন হব,
আমি তোমার চোখের কাজল হব ।


রাত প্রহরে আবছা আলোয় জোনাকি হব।


খুঁজবে ঠিকই পথের শেষে পথ ভুলে,
নিখোঁজ হবো, গোপন হব
অবাক চোখে দেখবে আমায়
দেয়ালে দেয়ালে নিখোঁজ আমি ।


চোখে আসুক জল, যেন আমি তোমাকেই বুঝি,
অথচ রোজ তোমায় খুঁজি।


বিজ্ঞপ্তি হবে শহরে শহরে
একটা মানুষ নিখোঁজ,
নক্ষত্র'রা ও মরে যাবে একদিন
তুমি ঠিক ঐ ভুবন ডানার পাখি হয়ে
অতীত হয়ে ঘুরবে।


রোজ আমি দেখবো তোমায় কফিন লাশের চার দেয়ালের আঁধার ফাঁকে,
থাকবো আমি আকাশ মাঝে ।


তুমি খুঁজো নাকো আমায় দিন শেষে রাত
থাকবো আমি দেয়ালে দেয়ালে তোমার শহরের নিখোঁজ বিজ্ঞপ্তি হয়ে।