মানুষের মন যায় না চেনা
কেউ ভালো আর কেউ মন্ধ,


যেখানে যায় সেখানেই হই
নিরাশ!
যায় না তাকে খন্ড -
দিন শেষে নিস্তব্ধ হয় আমার
ভালো লাগা কিছু ছন্দ।


আহা কি রুপ তোমার ভালোবেসে
রেখেছো আগলে,
কেন আবার না বলে হঠাৎ অভিমানে
কেন দুরে সরে!


আমার কি হয় না নিরাশ?
হয় না নিস্তব্ধ মন?
কি ভেবেছো!
চলে গিয়ে ভাবছো খুব ভালোই আছো,
ভালো থাকবে না!
যে পযন্ত থাকবে আমার মন
নিস্তব্ধ নিরাশ।