তুমি বলে ছিলে হবে
না কখনও ইস্পাত!


আবার তুমিই করতে
সে প্রেমের বাজিমাত!


আজও কি পরে মনে
সেই দিনের কথা,


পরে কি মনে তুমার সেই
হারানো  অতিথের কথা!  


জানি,  তুমি এখন খুব সুখে
আছো অন্যের ঘরে!


আচ্ছা স্বপ্ন কি হবে সত্যি?
এই যে কোন এক রোদেলা
দুপুরে দারিয়ে ছিলাম তুমি
আমি অচেনা ভাবনা লয়ে।


জীবনের অতিথ যদি হয়
রেল লাইন!


তাহলে প্রেম অতীত   কি
সেটাই আমার জানার চাই।