স্বার্থ তুমি খুব চালাক
যাকে তাকে করো বাজিমাত      


স্বার্থ তুমি খুব পাঁজি
বুঝো না কিছু সময়ের দাম!


স্বার্থ তুমি বড্ড বেঈমান
যাকে তাকে করো জগরা বিবাদ!


স্বার্থ তুমি করো অবহেলা  
দাও না কারো সময়ের বেলা,


স্বার্থ তুমি যাবে আর কোথায়
পালাবার তো নেই কোন পথ!


এবার আমি মিথ্যেকে করবো
সত্যের বহিঃপ্রকাশ।