এমন একটা স্বপ্ন  আসবে তখন
আসল স্বপ্ন  গুলো কেউ ফেলে
দিতে ইচ্ছে হবে!
জীবনে  কোন মায়াই থাকে আটকে
রাখতে পারবে না,
আর সেটা হলো বিস্তৃত!
হাজার গল্প গুলো ও কল্পনা মনে হবে
তবুও তুমি হেরে যাবে  অবাস্তব স্বপ্নের কাছে।
মনের সব আবৃত্তি গুলো অচেনা
আবৃষ্টে পরিনত হবে।
তবুও তুমি পারবে না ফেরাতে এই অবাস্তব
স্বপ্নকে.....!
বাস্তবে মনে হবে তুমি একটা সময়,
কিন্ত সেটা তুমার হয়ে দারাবে বেদনা!
তবুও তুমি  স্বপ্নের কাছে হেরে যাবে।
একটা কথা বলবো বলে আমার
স্বপ্ন ময়নাকে  দিয়েছি খাচার  দরজা খুলে,
তাই আজ সে স্বপ্ন গুলো সারাক্ষণ তারা করে
আমারি ঠিকানাতে '''
কি স্বপ্ন আমার ছিল একদিন  সংগি
আর এই স্বপ্ন গুলোই করেছে আমায় নিরবধি।
তাই একটি অনুরোধ এই করবো প্রিয় স্বপ্নকে,
ওগো যাই কিছু করো আমায় একবার
জান্নাতটা দেখিয়ে নিয়ে আসবে ভাই?