স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
এমন স্বপ্ন দেখালি
যার নেই কোন গল্প


স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
কি আছে এই দুনিয়ায়
একবার আমায় বলো


সকাল, বিকাল,রাত
একটু যদি ঘুমাতাম
স্বপ্ন আমায় ডাকত
পুরোনো কিছু স্মৃতি বলার জন্য


এই স্বপ্ন তুমিও কি তাদের মতো
নাকি অসত্যের দলে তুমিও যোগ দিয়েছো


আমি বাঁচতে চাই
দুঃখ হলেও মনে মনে
কবিতার স্বপ্ন পেতে চাই


হে স্বপ্নের রাজকন্যা
আমায় ভুলে কি
নতুন কাউকে চেয়েছো


নাকি এভাবেই স্বপ্নের
নিজে  নিজে  পরীক্ষা নিচ্ছ


ভাবতে খুব অবাক লাগে
যখন শুনি নিজের আত্মা অন্যের জন্য কাঁদে


মধ্যরাতে সজাগ থেকে
স্বপ্ন দেখি আমি


স্বপ্নটাও আজ করছে বাধা
হঠাৎ নিরবধি


স্বপ্ন তুমি করছো অনুরাগ
আমায় দিয়ে ফাঁকি


বুঝবে ঠিকই হারিয়ে গেলে
কাঁদবে নয়ন জলে


তবুও আমি স্বপ্ন দেখি
স্বপ্ন পাখির লাগি


হারানোর দেশেও শুধু
তোমায় খুঁজি ফিরি।