আমি তো আশায় থাকি
  কখন আসবে স্বপ্ন পাখি
কখন বলবে কথা হৃদয়ের মাঝামাঝি!
স্বপ্ন পাখি তুমি খুব বড্ড অভিমানী
তাইতো তোমায় এতো ভালোবাসি।
স্বপ্ন তুমি!  
আশায় বাঁধো ঘর
ভাসিয়ে দাও সকল অশ্রু জল।
স্বপ্নে আছে সকল প্রেম
অন্ধকারে কেন নাই
প্রেমে তুমি করো খেলা!
তবে মানুষকে কেন করো এতো অবহেলা।
হে স্বপ্ন কি আছে বাতিঘরে
জালিয়ে দাও প্রদীপ সকল হুংকারে।