স্বপ্ন পাখি, কেন এসেছিলে
এই স্বপ্নের  প্রহরে।


স্বপ্ন পাখি, আমার অতিতে
তুমিই  তো ছিলে সেই
ভাবনার প্রহরে।


তোমার স্বপ্নটা আজ কেন জানি
হারিয়ে যায় কোন প্রহরের কাছে?


কখন এলে, তুমি


স্বপ্নপুরের ঠিকানাই!


আমি স্বপ্নের ভীরে ডাকবো
তোমায় হাজার রংয়ের
মায়ায়!


স্বপ্ন পাখি, আর করো না
হিমচরি!
তুমার স্বপ্নপুরের স্বপ্নের
ঠিকানাই আসবো আমি
হয়ে ভাবনার প্রহরী।


নিরবতা আজ কোথায় স্বপ্ন
হয়েছে,  প্রেম বাগানে কোথায়
ফুল ফুটেছে?


স্বপ্ন আঙিনায় স্বপ্ন হয়ে
করবো খেলা তোমার
ভাবনার প্রহরে।


আর তখন থাকবে তুমি
অচেনা এক রাজ্যের রাজকুমারী।