স্বপ্ন পাখি,আমার ভাবনাতে
কেন করো ডাকাডাকি!


স্বপ্ন পাখি, আমার অতিথে
তুমি,ই  তো ছিলে  অচেনা
রাজ্যের মায়াময়ী।


তোমার স্বপ্নটা আজ যেন
শুধু ভাবনার অচেনা ভোর!


কখন তুমি এলে,
আবার সব রং পাল্টে
মিশেছো কোন এক স্বপ্নে।


আমি স্বপ্নের ভীরে ডাকবো
তোমায় হাজার রং-য়ের
মায়াই!


স্বপ্ন পাখি তুমি তৈরি
থেকো, আসবো আমি
তুমার স্বপ্নপুরের স্বপ্নের
ঠিকানাই।


নিরবতা আজ হয়েছে শূন্য


স্বপ্ন পাখির ডানাই চরে
উড়বো আমি,
রঙিন স্বপ্নের দুনিয়াতে।