স্বপ্নরা আজ চুপচাপ


তোর নামে লেখা কতো শত
কবিতা আজ ঘুমিয়ে আছে
স্বপ্ন দেশে!
স্বপ্নরা আজও চুপচাপ
মুষ্টি হেসে কেউ বলে না
ঘুমিয়ে আর কতো দুর।


এই যে দিন রাত স্বপ্নে মেতে থাকো
একবার ইচ্ছে গুলোকে তো
উপস্থাপন করতে পারো?


বলতে তো পারো কেন দেখাও
মিথ্যে স্বপ্ন!
কেন এই বিষণ্ণ?  
কেন এই  নিরবতার ছেড়া জাল?  


আজও কি তারা রয়েছে চুপচাপ
তবে কেন এতো বাধা,
কেন ভালোবাসায় এতো কথা,
এই যে এতো কথা বলো
সাহস করে কখনো তো বলোনি
আমায় তুমি আজও ভালোবাসো।


সত্যি বলতে স্বপ্নরা আজও চুপচাপ


বিষণ্ণ এই খুলা শহরে প্রেম নামক
শব্দটি আজও মরিচিকা হয়ে বসে আছে,


কেউ কাছে ডাকবার নয়,
কেউ ভালোবাসবার নয় ,


সবাই আজ চুপচাপ
তাই তো মন ভুলা এই  পৃথিবীটা
আজ চুপচাপ।


ক্ষণিকের এই স্বপ্নটা
শুধু ঘুরে বেড়াই,


নিস্তব্ধতা গুলো আজও খুলা আকাশে
বৃষ্টি ছড়াই,


এইজন্য স্বপ্নরা খুব একা,
চুপচাপ এই পৃথিবীটা
আজও ছায়া হয়ে বেসে বেড়াই
এই বাস্তব শহরে।


আমি জানতে চাই কেন এতো স্বপ্ন
কেন তাহার মাজে এতো বিভ্রান্ত।