একবার জানতে ইচ্ছে করে আমরার
কেন পরে না তুমার মনে!  
দেশের জন্য মানুষের প্রতি একটুখানিও
তো কম ছিলো না,
তবে কেন পরে না তাকে তুমার মনে!
রক্তের বিনিময়ে রক্ত দিয়ে মানুষকে
সুখে রাখার জন্য চলে গেছেন ওপার
দরিয়াই, তবে তাকে কেন পরে না মনে!
একবার জানতে খুব ইচ্ছে করে।
ভাষার জন্য কতো মানুষ শহিদ হয়েছেন
তাদের কথাও কি পরে না মনে?
আসলে তুমার মনে ভালোবাসা নেই,
নেই কোন মায়া, নেই মানুষের ছায়া,
আছে শুধু হিংস্রতা, আর আছে ঘৃণা!
যে মানুষটি ১৬ কোটি মানুষের জন্য জীবন
বাজি রেখে প্রাণ দিয়েছেন,
যদি তাকেও ভুলে যাও তুমি, তাহলে তুমি
মানুষটি দেশের কিছু নও!
তুমি হলে ১৬ কোটি মানুষের ঘৃণা,
তুমার বেচে থেকে কোন লাভ নেই,
সেই আমাদের নেতা শেখ মুজিব যার আদশ্যে
এখনো লাখো কোটি বাঙালি গজরে ওঠে
চিৎকার করে বলে তুমি বীর তুমি সৈনিক
বেচে আছো এখনো প্রতিটি রক্তের সিরাতে।
আর আমরা তাকেই করি না মনে,
আসলে আমরা লজ্জিত পুরো জাতির কাছে
পুরো পৃথিবীর কাছে,
বেচে যখন আছি প্রতিটি নি:স্বাসে মনে
রাখবো তুমিই মুজিব তুমিই দেশের
স্বপ্নবিলাসের পথিক।


                          
                         লেখাটা এসএম জিল্লুর রহমান
                          চাচ্ছুর অনুরুধে লেখা