তুমি চলে গেছো ঠিকই ওপারে
তুমার মতো ছেলে জন্মাবে বহু অকাতরে!


তুমি ভয় করোনা, মিথ্যেরা কখনো
সত্যকে চাপা দিতে পারে না।


তুমি যখন প্রার্থী হবে জয়ের জন্য যখন
সমাবেশ হবে,
প্রতিপক্ষরাই তখন তুমাকে দাওয়া করবে,
এইজন্যই সমাজ আজ থমকে।


চলো সত্যের পথে,  নেমে পড়ি মাঠে
তুমি এক থাকলে সমাজ তুমাকে
জয় দেখাবে!


জীবনে বহু ত্যাগ করে এসেছো সামনে
পিছু কখনো ফিরোনি,


তাই তো মানুষ মৃত্যুর লড়ায়ে
হইয়াছে তুমার সংগি।


তুমি ঠিকই চলে গেছো ওপার দরিয়াই
তুমাকে তো আর কিছু দিতে পাললাম না
তাই এই কবিতা টুকুই তুমার সরণে রাখলাম।


তুমি শুধু আজ আর কাল মানুষের মুখে থাকবে
কিছুদিন পর তুমার মতো নেতা ঘরে ঘরে
জন্মাবে।


তুমার রেখে যাওয়া বহু স্মৃতি
রইয়াছে এই সমাজে,
কিন্তু কখনো ভুলার নয়,


অকাল মৃত্যুতে আমরা শোকাহত
তুমি সরণে তুমি বরণে
চির উজ্জীবিত হোও এই শুভ কামনায় করি।