আমি চলে গেলে, তুমি কাঁদবে আমি জানি !
তোমার ওই ব্যস্ত শহরে
পৌঁছাবে না আর আমার স্মৃতি ।
তুমি ক্ষণিকের জন্য কাঁদবে
কিছু ব্যতীত সময় অযথা শোকে ভাসাবে
তারপর, বেশ ভালো থাকবে ।
আমি চলে গেলে,
ভালো লাগবে না আর মধ্য রাতের বৃষ্টি !
মনে মনে খুব কাঁদবে, ভাববে কিছু স্মৃতি ।
আমি চলে গেলে
পুরো শহর ঘোষণা হবে মৃত্যুর এলান
সেদিন তুমি ঘুমোতে পারবে না
পোহাবে'না রাত,
কাজল মাখা চোখে ঝরে যাবে অশ্রু
ভিজে যাবে ঠোঁট ।
আমি চলে গেলে
অযথাই খানিক শোকে ভাসাবে
তারপর, বেশ ভালো থাকবে।
আমাকে পাবেনা বলে খুব খারাপ লাগবে
একটা সময় বেঁচে থাকার জন্য
এমন ভাবেই ভুলে যাবে
কেউ একজন ছিল কখনোই আর মনে হবে না ।
তারপর, বেশ ভালো থাকবে
বেশ ভালো থাকবে।