বিশ্বাসের কাছে পরাজিত ভাগ্যহত এক
এখনো তোমাদের মাঝে বিচরণ
আমার দেহে হয়তো জীবন আছে
কিন্ত সেখানে প্রাণ নাই, সে জীবন্ত একটা লাশ!


কোন একদিন আমিও প্রিয় ছিলাম
আপন জনের  মধ্যমনি হয়ে পরিবারে
আদর্শ যুবক হয়ে মিশে ছিলাম সমাজে
একজন ভাল মানুষ হয়ে পরিচিত সবার মাঝে দেশ থেকে দেশান্তরে।


সময়ের পরিক্রমায় হেরে যেতে যেতে
তলিয়েছি অবজ্ঞার গহীন অন্ধকারে,
পালিয়ে বেড়াই ঘৃণার ঘ্রাণে অতিষ্ঠ হয়ে
লুকিয়ে আছি প্রিয় থেকে অপ্রিয়কর গ্লানিবোধে।


আসলে টাকাই মানুষের জীবনের শেষ আশ্রয়
টাকার তুলাদণ্ডেই বিচার হয় সম্পর্কের আদিঅন্ত।
টাকা আছে তাই তুমি বিজয়ী, তুমি মহান অমর অসীম
টাকা নাই তুমি তাই সমাজের কীট, তুমি অক্ষম দুর্বল অপরিসীম।