দিতে এসেছিলাম তার কিছুই তো দেয়া হলোনা
নিয়ে গেলাম আরো কিছু, যা ছিলো না কামনা।।

শুধু ঋণের বোঝা বয়ে বেড়াই অচেতনে
হায় নিজেকে আঁধারে হারাই অকারণে
বুকভরা আশাগুলো মরে যায়, আহা নিদারুণ বেদনা।।

কাছে আসার তৃষা তবু সরে যাই দূরে
সুখপাখি কাছে এসে কোথা যায় উড়ে!
শতরূপে ভালোবাসা অন্য রূপ সেকি মিছে ছলনা।।

পাখিরা নীড় খোঁজে ঘোর সন্ধ্যে বেলায়
কিছু নীড় ভেঙ্গে যায় নিয়তির অবহেলায়
বঞ্চিত পাখিদের বেদনা, এজনমে প্রকাশিত হলনা ।।