স্মৃতি যদি ভোলা যেতো
শান্ত হতো মন
কোনো সুত্রেই পেলাম নাকো
ভুলে থাকার নিয়ম
বাধ্য যখন অবাধ্য হয়
শূন্যতা হয় ভারী
তবুও কেউ জীবন থেকে
হয় না ছাড়াছাড়ি।
জীবন থেকে নিলেও বিদায়
হৃদয়ে থেকে যায়
শুধু দূরে বসে নিভৃতে
কলিজা পোড়ায়!