এদেশ যদি নাই বা প্রিয় অন্য দেশে যা  
তবু আমার মাতৃভূমির নিন্দা করিস না
আমার দেশে হিন্দু মুসলিম এক প্লেটে খাই
বৌদ্ধ খৃষ্টান মগ মারমা সবাই সমান ভাই।


তবু কেন এ’বাঁধনটাকে আলগা করে দিস  
নিজ স্বার্থে বাংলার গায়ে কেন বিষ ঢালিস
আমার দেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু নাই  
আজও মোরা বজ্রকন্ঠে সাম্যের গান গাই!

ঈদ পূজা বড়দিন আর বৌদ্ধ পূর্ণিমায়
কত রঙের উৎসব হয় বাংলার প্রতি গাঁয়,  
এক কাতারে আউলিয়া পীর ঠাকুর ও ঘোসাই
এমন মৈত্রী বিশ্বমাঝে আর কোথাও নাই।  


তবু রে তুই স্বার্থের লাগি ঘৃণার আগুন জ্বালাস
নরাধম তুই কূটকৌশলে চাস মানুষের লাশ
ঘৃণিত এক নিন্দুক তুই পরশ্রী কাতর  
দেশমাতৃকার কলঙ্ক তুই, পাষণ্ড বর্বর।