কবি বলে আমি নাকি লিনায় বিলীন
লিনা বলে  আমি এক সম্যক্ মাতাল
বন্ধুর আড্ডায় মেতে থাকি সমকাল
ঘরের লক্ষ্মীর কাছে তাঁর অন্তরিন।
কেউ বলে আছি তাঁর আঁখির গভীরে
কারও কাছে  ঘৃণিত সেকেলে পুরুষ
"মনুষ্যত্বহীন এক অতি অমানুষ"
ক্ষত করেছে এমন বিষ মাখা তীরে।


আমি শুধু খুঁজে যাই আত্ম পরিচয়
অসার প্রশ্নে পলল ব্যথিত মননে
অপার্থিব অনুচর, কার নিয়ন্ত্রণে  
সরল জটিলে জট এ রহস্যময়।  
তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি আপন সংহার  
শুধু পাইনি উত্তর আমি কে বা কার!