তাঁর এক হাতে ছিল বাঁশের বাঁশরী
ভিন্ন হাতে রণ তূর্য বিষ মাখা বাণে  
বাউলা মননে তাঁর সুরের লহরী  
অথৈ প্রেমে ডুবু তবু প্রেম তৃষা প্রাণে।  
পাষাণের ও বুক কি ব্যথায় ব্যথিত
স্বীয় প্রাণ তুচ্ছ করে মানবের তরে
অত্যাচারীর ত্রসন রূপে যে প্রেরিত  
সে দুঃখকে সাথে লয়ে বিশ্ব জয় করে!


ধূমকেতু বেগ তাঁর ছেড়েছে হুঙ্কার
সঙ্গীতের সুরে সুরে রক্তে ঢেউ তোলে
তাঁর বিদ্রোহী বানীতে  খড়্গ ঝঙ্কার
সমতার জয়গান জাত কুল ভুলে!
বাঙলার কোল জুড়ে বুলবুল হাসে
তবু রিক্তের বেদনে আঁখি জলে ভাসে।