নিকষ  আঁধারে ঘেরা আষাঢ়ের রাত
বিজলী ঝলক ও মেঘের কোলাহল
খ্যাপাটে ঝড়ো হাওয়া করে উৎপাত  
এরই মাঝে অঝোরে ঝরছে বাদল।
উঠানের হাঁটুজলে কোলা ব্যাঙ ডাকে
টিনের চালে শুনি টুপটাপ রাগিণী  
বাতাসও শিস দেয় জানালার ফাঁকে
শূন্য শয্যায় হায়! আমি বিরহিণী!  


পরবাসী বন্ধু তুমি শীততাপ ঘরে
সোনালী স্বপ্ন দেখ আকাশের সিঁড়িতে,
রুপালী অতীত স্মৃতি ভাসে কি অন্তরে?
এমনই নিশীথে  ডুবেছিলে পিরিতে!
একেলা কাঁদি আজ বিশাল শূন্যতায়
ভিতরে তোলপাড় মিলন কামনায়!!


*বরষার আয়োজন*


(লেখাটা আসরে ২য় বার প্রকাশিত বরষার  আয়োজনের জন্য)