হৃদয় বাগানে পুষ্প ফুটায়ে করি যার আরাধনা
অনেক যতনে গোপনে আমারে করেছে প্রবঞ্চনা  
তাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে হই তার হাতে বন্দি
আপন স্বার্থ জলাঞ্জলি দিয়ে সবিনয় করি সন্ধি !  
হেলাফেলা করে কঙ্কুচিত করি মুক্ত স্বাধীন পথ  
বাহাদুরি সব ধুলায় লুটিয়ে আমিই হই কুপোকাত
জীবনের যত অনিয়ম রোধে দেই জিহাদের ডাক  
অনিয়মের আরও অতলে ডুবে হয়ে যাই হতবাক  
ভ্রান্ত নাবিক নোঙ্গর ফেলেছি মাঝ দরিয়ায় বুকে
আশার প্রদীপ জ্বালিয়ে তবু হেসেছি মনের সুখে !!