আমি যদি হারিয়ে যাই
সবার দৃস্টির অন্তরালে
বুকে চাপা আর্তনাদে
মুখের পরে আঁচল টেনে
কাঁদবে তুমি! কাঁদবে?


বিষন্নতায় ভুগবে তুমি
এ আঙ্গিনায় আসবে যখন?
কে যেন নাই লাগবে এমন?
তখন তুমি ভুগবে নাকি নিদারুন এক শূন্যতায়
কেঁপে উঠবে বুকের ওতল বন্ধুহারা বেদনায়!


নিদ্রাহীন এক জোছনা রাতে
আকাশ পানে চেয়ে চেয়ে
ভাববে কিছু আমায় নিয়ে
নিঠুর পাষাণ বকবে আমায়?
অম্ল-মধুর কটু কথায়!


নতুন করে পাবার ছলে
ডাকবে আমায় আনমনে
এই বুঝি কেউ এলো ভেবে
পিছু ফিরে চাইবে?
আমায় ভেবে সজল চোখে
বিষাদে গান গাইবে?


জীবনের এই ঘূর্ণিপাকে
চলার পথে কোন বাঁকে
আমার মতই দেখতে এমন
হঠাত্ যদি সামনে দাড়ায়
হাজার হাজার লোকের ভীরে
ঝাপটে ধরে বলবে ওগো
কেমন ছিলে? কেমন আছে ?


এখন যারা নতুন স্বজন
আছে প্রাণের প্রাণ মহাজন
যদি বাস্তবতার নিঠুর খেলায়
কাঁদায় কভু অবহেলায়
তখন কি গো এই অভাগার স্মৃতির দুয়ার খুলবে?
রাগ-অনুরাগ ভুলে তখন আমার কথা তুলবে!


ভাববে কভু মনে মনে
মরিচিকা অন্বেষণে
পথের ধারে ফেলেছ এক পরমম ধন
বিলাসীতার মোহমায়ায়
পর করেছ আপনজন!


জানি আমি জানি
এ আমার আত্মবিলাপ মিছেই স্বপ্নখানি,
সবই আমার ভাবুক মনের বৃথা কল্পনা
খসে পরা তারাকে তো আকাশ মনে রাখেনা