তোমার দেয়া তীব্রাঘাতে অন্তর জুড়ে জ্বলে
আরও ঢালো ব্যথার অনল যাকনা হৃদয় গলে!
দাও আমারে যতন করে হৃদয় পোড়ার স্বাদ
ওগো প্রিয়তমা, তোমায় জানাই সাধুবাদ!!


প্রদীপ নিজে পুড়েই তবে আলো করে দান
এমনি করে জ্বলে পুড়ে নিখুঁত হবে প্রাণ
ধূপ জদি নিজে পুড়ে গন্ধ বিলায় তবে
ছাই হয়ে যাক হৃদয় আমার অগ্নিউত্সবে
প্রকাশিত হব আমি আকাশে-বাতাসে
নিঃস্ব হব বিশ্বমাঝে ত্যাগের উল্লাসে!
অবহেলায় পিষে মারো, দাও অপবাদ
জটিল কুটিল বাক্যবাণে কর কুপোকাত!


চৈত্রমাসে তীব্র দহন আর বৈশাখে গর্জন
আষাঢ় মাসে মেঘমালা ঝরায় বরিষন
দাও আমারে বজ্রাঘাতে চক্ষে অশ্রুধারা
রক্তঝরা উত্সবে হোক চিত্ত আত্মহারা!
অগ্নি পরশ পেয়ে যাবে মুছে সকল কালো
জ্বালো ওগো শান্তিপ্রিয়া তীব্র আগুন জ্বালো!