তোমার আগমনে দুলেছে বাতাস
রঙের খেলায় মেতেছে তুলিকর,
তোমার পরশে মুগ্ধ ধরণী
তাই সেজেছে শরতের ভোর।


তোমায় ঘিরে আজ প্রাণের মেলা
হৃদয়ে বাজে মিলনের সুর,
ঐক্যের বন্ধনে  মিলিছে সকলে
হিংসে বিদ্বেষ হয়েছে দুর।


এসো যুগে যুগে মহাপথ বেয়ে
ধরায়  শান্তির বাণী লোয়ে,
জাতিতে জাতিতে সব ভেদাবেদ
যেন নিমিষেই যায় ধুয়ে।  


(আমার এই লেখাটা ছিল কয়েক বছর পূর্বে দুর্গা উৎসব উপলক্ষ্যে।
সবার কাছে ক্ষমা চেয়ে আজ আবারও পোস্ট দিলাম আজ বিশেষ দিন উপলক্ষ্যে। সবাইকে শারদ শুভেচ্ছা।)