দ্বন্দ্ব আর সংশয় প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়
আমার পৃথিবী কষ্টের বাণে জর্জরিত,
দু'চোখে অশ্রু আড়াল করে এই লুকোচুরি খেলা
নীতি বলিদানের বদলে বয়ে চলেছি বিরামহীন যন্ত্রণা।
ধীরেধীরে জীবন অগ্রসর রত ধ্বংসের মন্ত্রণায়,
এ কেমন বিধ্বংসী বিচারের মুখোমুখি আমি!
হৃদয় ঝলসানো কষ্ট নিয়ে এ কেমন পথচলা!
এ যন্ত্রণা বয়ে চলা অতটা সহজ নয়,
যেখানে বোধের অবক্ষয়, নীতির পরাজয়
কোথায় এমন কষ্টের সঠিক সমাপ্তি
এই গোপন অশ্রুপাতের সমুদ্রে
অযাচিত কষ্টে নিমজ্জিত হই বারংবার
চলমান গোপন যন্ত্রণাই কি ব্যর্থ জীবনের প্রাপ্তি!!