বুকে চিন চিন ব্যথা, মনে শত কথা,
কত বেদনা অনলে আহা হই পুড়ে ছাই;
তবু জীবন ছারিয়া বা দুঃখী কোথায় পালায়।
তবু সুখ আসে না, কভু চোখে ভাসে না,
বিরাজ কল্পনায়, লোনা জলেতে ভাসায়।

প্রেম এমনি খেলা, এক দুঃখেরি ভেলা,
কিছুটা হাসিখুশি, কিছুটা রঙ্গরসি, বাকিটা জ্বালা।
এক ভিনদেশী টান, যেন হাতে পায়ে বান,
কতশত দূর গেলো, বছর পেরিয়ে এলো,
তবু এখনো আছে বাকি, সেই নিরব পিছুটান।

যে করেনি যতন, এই পিরিত রতন,
সেও ভাবে আনমনে হায় কি হারালাম।
ছিলো কতনা পাগল, চোখে থৈথৈ জল,
বিনয় করিত কত মিষ্টি সুরে..
আর কেন আসে না সে ওমন করে.?

আজ অনেক দূরে, মন সেই আগের ঘরে,
তবে দেহখানি ঢলে আছে সীমানার তরে।
প্রেম যৌবনে আসে, যৌবনে চায়,
যৌবন না থাকিলে, সে আর কি আসে যায়।
তবু কিছু কথা, আর বুকে শত ব্যথা,
প্রেম দেয়নি সফল যাকে, করেছে বিনাশ।

   ——————সমাপ্ত——————