রাত জাগা পাখিকে ডেকে, বলে ঝিঝি পোকা
বল দেখি কি কষ্ট তোমার বুকে চাপা,
কেনতুমি সারা রাত্র জেগে থাক একা।


রাত জাগা পাখি বলে , বলি তবে শোন
রাত জেগে সপ্ন বুনি কষ্ট তো নাই কোন,
স্বভাব দোষে এড়িয়ে চলি সকল কোলাহল
তাইতো আমার মিছে মিছি রাত্রি জাগার ছল।


আরো যদি শুনতে চাও বলতে পারি তবে
একটুখানি কোলাহল ছিল মনে কবে,
ভুলবসত কোলাহলে গিয়েছিলাম মিশে,
ঠিক যেন শীতের দেশে অতিথি পাখির বেশে।


হঠাৎ যখন বুঝতে পারি সকল খেলা শেষ
তখন থেকেই আমার মনে রাত্রি অনিঃশ্বেষ,
ইতিমধ্যে আসছি ছেড়ে আমার আপন ঘর
তাইতো এখন সবকিছু পর, আপন অন্ধকার।


রাত জাগা পাখি আমি হয়েছি নিশাচর
এখানে কেউ নাইতো আপন, কেও হবে না পর।


রাত জাগা পাখি বলে, ওরে ও ভাই ঝিঝি
কি কষ্ট তোমার মনে বল দেখি বুঝি
কেন তুমি সারা রাত্র কর আর্তনাদ,
তোমার মনে কি বিষাদ, কেন জাগ রাত?


ঝিঝি বলে বলব কি আর, বলছি তবে শোন
স্বভাব আমার খুবই খারাপ, কষ্ট তো নাই কোন
কখন যেন মনের কোনে জমেছিল মেঘ
বৃষ্টি হয়ে ঝরে গেছে , হয়েছে নিঃশ্বেষ।

তাকেই আমি খুজে বেড়াই, ছিন্ন করে মাটি
তাইতো মিছে সারা রাত্রি করি ডাকাডাকি,
সারা রাত্রি তাকেই ডাকি নকল করে সুর
বলনা ভাই কন্ঠ কি মোর হয়েছে সুমধুর!


রাতজাগা পাখি বলে, ওরে ও ভাই ঝিঝি,
তোমার মনের কষ্টগুলো এখন আমি বুঝি
অনেক কষ্ট তোমার মনে, আমারও তাই যেন
তবে মিছে রাত্রি জেগে কান্নাকাটি কেন?


চলনা যাই দিনের আলোই, খুড়ব না আর মাটি
চলার পথে দুজন মিলে হাতটি ধরে হাটিঁ।