পানির অপর নাম জীবন
আমরা সবাই মানি,
কিন্তু পানি কিভাবে হয়,
আমরা কি তা জানি?


দুই অনু হাইড্রোজেন, এক অনু অক্সিজেন
এই নিয়ে হয় পানি,
আরো আছে ডিটেরিয়াম, ভারী পানির উপাদান
রসায়নে পানি বলতে এইতো মোরা জানি।


হালকা পানি, ভারী পানি
সাধু পানি, লোনা পানি
গঠনগত, স্বাদগত এইত পানির প্রকার,
পানির কোন গন্ধ নাই, নাইতো কোন আকার।


তিন ভাগ জল আর এক ভাগ স্থল
খালে পানি, বিলে পানি, নদীতে পানি, সমুদ্রে পানি
চারিদিকে পানি শুধু করে কলকল।


রক্তের রং লাল হয়েছে রক্ত কনিকায়
আশি ভাগ পানি তাতে মিশে আছে ভাই
পর্যাপ্ত পানি পানে শরীর রবে ভাল
পানি ছাড়া দেহ অচল এই কথাটি জেনো।


খালবিল আর নর্দমাতে রোগজীবানু ভরা
নিত্যদিনই এসব খেয়ে যাচ্ছে মানুষ মারা
জন্ডিস আর আমাশয় পানি দ্বারা হয়
টাইফয়েড আর আমাশয় পানিতে ছড়ায়।


পানিকে তাই রাখতে হবে রোগজীবানু মুক্ত
নোংরা পানি পান করে আর হব না যে ভুক্ত
পানির যত উৎস আছে রাখব নিরাপদ
খাবনা আর নোংরা পানি হবেনা আপদ।