আমি অমুক , হলেন বড়
জ্ঞানের ডালা ভারী,
মস্ত ইমেজ, যুক্তি তর্কে সব
এক করতে পারি।
টকশো আর সেমিনারে
জ্ঞানের ফুলঝুড়ি।
আমিই সেরা , আমিই সঠিক
বুলি ভুরি ভুরি।
মহান পুরুষ, জ্ঞানী আমি
ভক্তি জনে জনে,
জ্ঞানের দেবতা শিক্ষা গুরু
সবার মনে মনে।
মানবাধিকার কর্মী আমি
মানব সেবাই ব্রত,
দেশবিদেশে সেমিনার আর
সম্পাদকীয় কত!
তুই মেয়ে কে, কি বলেছি
কিআর তাতে এসে যায়,
আমি সত্য, যত্রতত্র
কেউ দেবেনা আমার দায়।
পীর আমি, ভন্ড আমি
আমি জ্ঞান পাপী,
যেখানেই যাস আমার ছায়া
পদে পদে পাবি।
জলেবসে মেয়ে তুই
কুসিরকে মারিস ঘাঁ,
তাই বলি শোন যা হয়েছে
চুপ করে যা।
আমি ব্রান্ড, আমি ট্রেন্ড
আমি অবিচল
আমার কাছে সব ব্যাপারই
ছেলে খেলার ছল।
তুই মেয়ে বল, দুদিন পরে
ক্যামনে পাবি পার,
যদি আমি বাকা করি
ইমেজ ভারী ঘাড়।
লক্ষী মেয়ে, ভদ্র মেয়ে
মেয়ে তুমি মা,
যা হয়েছে জীবন থেকে
মুছে ফেল ঘাঁ।
তোমার জগত আগের মতই
তোমার অপেক্ষায়,
কী বলেছে জ্ঞানপাপী
তাতে কি আর এসে যায়।
আমরা আছি তোমার পাসে
থাকব আজীবন,
মেয়ে তুমি ভাল থেকো
ভাল রেখো মন।